Hot!

"রানার"-এবং হারিকেন....


আজ নিজ মনে কবি "সুকান্ত ভট্টাচার্য"কে কখনো শ্রদ্ধা কখনো ধিক্কার দিতে লাগলাম। লালমাটিয়া থেকে ২৫ টাকা রিক্সাযোগে মোহাম্মদপুর ডাকঘরে যখন পৌঁছলাম তখন ২টা বাজেনি। গালভর্তি পানরস নিয়ে এক ভীনগ্রহবাসী থুতু ছিটিয়ে ছিটিয়ে জানিয়ে দিল "টাইম শেষ, কাইল আহেন"।

.....এই হইল বাংলার ডাকঘর তথা পোষ্ট অফিসগুলার অবস্থা। হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বের করতে হয় টাইম-টেবিলের মধ্যে....না হইলে খালিহাতে ফিরতি ভাড়াও ২৫ টাকা গুণতে হবে....

.

তো...কবি "সুকান্ত ভট্টাচার্য" ডাকঘর ওয়লাদের এমন বে-রস দেখে কি তাঁর "রানার" কবিতাটি তুলে নিতেন?? আমি হলে তুলে নিতাম...

.

..... তবে, সুকান্ত বাবুর আত্মা একটা কর্ম করতে পারে; বেগম তারানা হালিমকে (মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী) ফোন করে আমার ক্ষোভের কথাটি জানিয়ে দিতে পারে।

0 comments:

Post a Comment