Hot!

প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ১৯৯ বিচার বিভাগীয় কর্মকর্তা

প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ১৯৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। বর্তমানে তারা বিভিন্ন জেলায় সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে কর্মরত রয়েছেন। আজ বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এসব কর্মকর্তাদেরকে ‘দ্যা সিভিল কোর্টস অ্যাক্ট, ১৮৮৭ এর বিধান অনুযায়ী সিনিয়র সহকারী জজ এবং ‘স্মল কস কোর্টস অ্যাক্ট ১৮৮৭ এর ক্ষমতা অর্পণ সহ ‘দ্যা কোড অব ক্রিমমিনাল প্রসিজিউর (অ্যামেন্ডম্যান্ট) অর্ডিন্যান্স ২০০৭ (অধ্যাদেশ নং ২, ২০০৭) এর সংশোধিত ধারা ১৯০ (২) ও ১৯০ (৩) এর ক্ষমতা বলে ধারা ১৯০ (১) এর (ক), (খ) ও (গ) দফা অনুসারে অপরাধ আমলে গ্রহণের এবং ১৬৪ ও ১৬৭ ধারার ক্ষমতা অর্পন এবং প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসহ তফসিল ৪ অনুসারে ধারা ২৬০-এ বর্ণিত সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত কর্মকর্তাগণ সিনিয়র সহকারী জজ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে তারা সিনিয়র সহকারী জজ/ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে পদোন্নতি প্রাপ্ত বলে গণ্য হবেন না এবং ওই পদের আর্থিক সুবিধাপ্রাপ্ত হবেন না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব কর্মকর্তাগণ দেওয়ানী আদালত হতে ফৌজদারী আদালতে বা ফৌজদারী আদালত হতে দেওয়ানী আদালতে বদলি/পদায়িত হলে সংশ্লিষ্ট ক্ষমতা প্রয়োগ করবেন। উল্লিখিত কর্মকর্তাগণের মধ্য হতে কোনো কর্মকর্তাকে পূর্বে প্রদত্ত সিনিয়র সহকারী জজ/ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট) এর ক্ষমতা ওই দিন থেকে কার্যকর হবে। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই আদেশের অনুলিপি সুপ্রিম কোর্ট, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাসহ বিভিন্ন সরকারি দফতরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। - See more at: http://www.noyadigonto.net/detail/news/61756#sthash.yxr7wSfu.dpuf

0 comments:

Post a Comment