Hot!

ভরণপোষণের অধিকার



সাবিনা ও মনসুরের বিয়ে হয়েছে এক বছর। কিন্তু তার স্বামী এখনো সাবিনাকে উঠিয়ে নেয়নি। সাবিনা তার বাবার বাড়িতেই থাকে। ওদের বিয়ের কাবিননামায় লেখা ছিল যতদিন মনসুর সাবিনাকে উঠিয়ে না নিবে ততদিন ১০০০ টাকা করে ভরণপোষণ বাবদ দিবে। মনসুর প্রথম ২/১ মাস ভরণপোষণ দিয়েছিল তবে এখন আর দিচ্ছে না। আবার সাবিনাকে তাদের বাড়িতে তুলেও নিচ্ছে না এবং শ্বশুর বাড়ি থেকে জানিয়েছে তাকে তুলে নিতে আরো কিছুদিন দেরি হবে। এ অবস্থায় সাবিনা মনসুরের কাছে ভরণপোষণের দাবী করে কিন্তু মনসুর সেটাও দিতে চাচ্ছে না। তাই সাবিনা তার বোনকে নিয়ে উকিলের কাছে যায়।
সাবিনা : আমাদের বিয়ে হয়েছে একবছর। আমার স্বামী আমাকে উঠিয়ে নিচ্ছে না আবার ভরণপোষণও দিচ্ছে না, এখন কি করা যায় ?
উকিল : আপনার কাবিননামায় কি ভরণপোষণ বাবদ টাকা দেয়ার কথা উল্লেখ ছিল ?
সাবিনা : হ্যাঁ, ছিল।  
উকিল : তাহলে সে অবশ্যই ভরণপোষণ দিতে বাধ্য। এমন কি, কাবিন নামায় ভরণপোষণ দেয়ার কথা না থাকলেও আইন অনুসারে স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য।
সাবিনা : আমি কি তাহলে ভরণপোষণ পাবো ?
উকিল : কেন নয়, অবশ্যই আপনি ভরণপোষণ পাবেন। স্ত্রী, সন্তান-সন্ততি, বাবা-মা ও দরিদ্র্য আত্মীয়রা ভরণপোষণ পাওয়ার অধিকারী। একজন সক্ষম ও উপার্জনশীল ব্যক্তি তার স্ত্রী, সন্তান-সন্ততি, বাবা-মা ও দরিদ্র্য আত্মীয়দের ভরণপোষণ দিতে বাধ্য।
সাবিনা : আমি শুনেছি স্ত্রীর ভরণপোষণ নাকি বিভিন্ন রকম হয় ?
উকিল : হ্যাঁ, স্ত্রীর ভরণপোষণের ক্ষেত্রে¾ ‘বিবাহিত অবস্থায় একসাথে থাকা, আলাদা থাকা বা তালাকের পর’ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিয়ের ফলে কিছু আইনগত অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। যেমন-একত্রে থাকার অধিকার, দেনমোহরের অধিকার, স্ত্রী কর্তৃক স্বামীর মতামতকে সম্মান প্রদর্শন, স্বামী স্ত্রী পরস্পরের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবার অধিকার, ভরণপোষণের অধিকার। ভরণপোষণ স্বামীর দায়িত্ব ও স্ত্রীর অধিকার। তাই আইন অনুযায়ী এটা ধরেই নেয়া হয় যে, স্ত্রী স্বামীর কাছ থেকে ভরণপোষণ পাবেন। ভরণপোষণ প্রদানের পর্যায়সমূহ হল-
- See more at: http://www.infokosh.gov.bd/atricle/%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0#sthash.WH7oJPPT.dpuf

0 comments:

Post a Comment