Hot!

দেনমোহর






দেনমোহর

দেনমোহর কনটেন্টটিতে দেনমোহর কতপ্রকার, দেনমোহর ছাড়া বিয়ে বৈধ কিনা, দেনমোহর কীভাবে ধার্য করা হয়, তালাক বা মৃত্যুর আগে দেনমোহর দাবি করা আইনসঙ্গত কিনা, দেনমোহর আদায়ে স্ত্রী কী কী ব্যবস্থা নিতে পারেন, বিয়ের উপহার(শাড়ি,গহনা) দেনমোহরের অংশ কিনা, স্বামীর মৃত্যুর পর স্ত্রী কখন দেনমোহর দাবি করতে পারেন ,স্ত্রী স্বামীর সম্পত্তি দখলে রেখে দেনমোহর আদায় করতে পারেন কিনা, দেনমোহর নিয়ে বিরোধ হলে কোন আদালতে মামলা হবে এই বিষয়গুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে ।
দেনমোহর 


হাশিমপুর গ্রামের সালমার সাথে ধলপুর গ্রামের ছোট ব্যবসায়ী রকিবুলের বিয়ের সময় কোন দেনমোহর ধার্য করা হয় নি। রকিবুল শর্ত দেয় যে সালমা দেনমোহরের দাবি করতে পারবে না। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। বিয়ের তিন বছর পর সালমা রকিবুলের কাছে দেনমোহর চায় এবং দেনমোহর না পেয়ে সে আলাদাভাবে বসবাস করতে থাকে। অবশ্য সালমা আলাদাভাবে বসবাস করলেও রকিবুলের কাছ থেকে ভরণপোষণ আদায় করত। এভাবে ৯ মাস চলার পর সে দেনমোহরের জন্য মামলা করা বিষয়ে জানতে তার এক উকিল খালার কাছে গেল।
উকিল : মুসলিম আইন অনুযায়ী দেনমোহর হলো বিয়ের অন্যতম শর্ত । এই শর্ত অনুযায়ী স্ত্রী স্বামীর নিকট থেকে বিয়ের সময় কিছু অর্থ বা সম্পত্তি পায় বা পাওয়ার  অধিকার লাভ করে। দেনমোহর বিয়ের সময়ই ধার্য বা ঠিক করা হয়। এটি স্ত্রীর একটি বিশেষ অধিকার। আইনে যে কোন অবস্থায়ই একজন স্বামী কর্তৃক স্ত্রীর কাছে দেনমোহর  পরিশোধ যোগ্য।
সালমা : দেনমোহর কত প্রকার ? 
উকিল :  সাধারণতঃ দেনমোহর দুই প্রকার-
  • তাৎক্ষনিক দেনমোহর - তাৎক্ষনিক দেনমোহর  স্ত্রী চাওয়ামাত্র পরিশোধ করতে হয় ।
  • বিলম্বিত দেনমোহর- বিলম্বিত দেনমোহর বিয়ের পর যে কোন সময়ে পরিশোধ করা যায়। তবে মৃত্যু বা বিয়ে বিচ্ছেদের পর দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হয়। তখন দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ।
সালমা : দেনমোহর ছাড়া বিয়ে হলে বিয়ে কি বাতিল হবে, খালা ?
উকিল : মুসলিম আইন অনুসারে একটি বৈধ বা ছহিহ্ বিয়ে হতে হলে ৫টি শর্ত পূরণ করতে হয়। দেনমোহর ৫টি শর্তের অন্যতম একটি শর্ত। দেনমোহর ছাড়া বিয়ে বাতিল না হলেও এ ধরণের বিয়ে ফাসিদ বা অনিয়মিত বা ত্রুটিযুক্ত বিয়ে। যে কোন সময় দেনমোহর নির্ধারণ করা হলে বা পরিশোধ করা হলে ফাসিদ বিয়েটি বৈধ বা ছহিহ্ হয়ে যাবে। দেনমোহর বিয়ের আগে, বিয়ের সময় বা বিয়ের পর নির্ধারণ করা যায়। বিয়ের সময় যদি দেনমোহর নির্ধারিত না হয়ে থাকে, এমন কি স্ত্রী কোন দেনমোহর দাবি করবে না শর্তে বিয়েটি যদি সম্পাদিতও হয়; তবুও স্ত্রীকে দেনমোহর দিতে হবে। এক্ষেত্রে স্বামী কোন ধরনের শর্ত দেখিয়েই স্ত্রীকে দেনমোহর দেয়া থেকে  বিরত থাকতে পারবে না। 
সালমা : দেনমোহরের পরিমাণ নির্ধারণ করার কোন নির্দিষ্ট নিয়ম আছে কি ?
উকিল : আইনে দেনমোহর কত হবে তা নিদির্ষ্ট করে বলা নেই। তবে স্ত্রীর পারিবারিক অবস্থান, পরিবারের অন্যান্য নারী সদস্য যেমন- ফুপু, বোন, এবং অন্যান্যদের দেনমোহর কত ধার্য হয়েছিল তার উপর নির্ভর করে দেনমোহর ধার্য করা হয়। এক্ষেত্রে স্বামীর আর্থিক অবস্থাও বিবেচনায় রাখতে হবে। ব্যাখ্যা: ১
সালমা : আচ্ছা খালা, স্ত্রী কি তালাক বা স্বামীর মৃত্যুর আগে দেনমোহর দাবী করতে পারে ?
উকিল : হ্যাঁ, স্ত্রী যে কোন সময় দেনমোহর দাবী করতে পারেন। তালাক বা মৃত্যুর সাথে এর কোন সম্পর্ক নেই।
সালমা : স্ত্রী যদি স্বামীর কাছে দেনমোহর চেয়ে না পায় তাহলে কি করবে ?
উকিল : এক্ষেত্রে যা করা উচিত তা হলো :
  • স্বামী দেনমোহর দিতে অস্বীকার করলে স্ত্রী তা আদায়ের জন্য আদালতে যেতে পারেন।
  • তাৎক্ষণিক দেনমোহর চাওয়ার পর স্বামী তা দিতে অস্বীকার করলে ৩ বছরের মধ্যে পারিবারিক আদালতে তাৎক্ষণিক দেনমোহর আদায়ের জন্য মামলা করতে হবে।
  • বিলম্বিত দেনমোহর আদায়ের ক্ষেত্রে যেহেতু সময়সীমা বাঁধা নেই ফলে স্বামী বা স্ত্রী তালাক দিলে অথবা স্বামী মৃত্যুবরণ করলে পারিবারিক আদালতে ৩ বছরের মধ্যে মামলা করতে হবে।
  • তালাক হয়ে গেলে স্ত্রীকে স্বামীর দেনমোহরের টাকা বা সম্পত্তি দিতে হবে। মনে রাখা প্রয়োজন দেনমোহর ও ভরণপোষণ সম্পূর্ণ আলাদা।
সালমা : আচ্ছা খালা, বিয়ের সময় আমাকে যে শাড়ি, গয়না, কসমেটিকস্ দেয়া হয়েছিল তা কি দেনমোহর বলা যায় ?
উকিল :  না, বিয়ের সময় দেয়া শাড়ি, গয়না, কসমেটিকস্ কখনোই দেনমোহরের  অংশ নয়। বিয়ের সময় স্বামী বা তার পরিবার কর্তৃক স্ত্রীকে দেয়া উপহার দেনমোহর হিসেবে বিবেচিত হবে না। মনে রাখতে হবে যে, উপহার উপহারই; দেনমোহর নয়। অনেক সময় বিয়ের কাবিন নামায় শাড়ি, গয়নার মূল্য ধরে দেনমোহরের একটি অংশকে উসুল ধরা হয়। এটা ঠিক নয়। দেনমোহর স্বামী কর্তৃক স্ত্রীকে দেয়া কিছু অর্থ বা মূল্যবান সম্পদকে বোঝাবে, অন্য কিছু নয়। যদি কাবিননামায় দেনমোহর হিসেবে স্থাবর বা অস্থাবর সম্পত্তি দেয়ার কথা উল্লেখ না থাকে তবে স্ত্রীকে উপহার হিসেবে স্থাবর বা অস্থাবর সম্পত্তি দিলে তা দেনমোহর হিসেবে পরিশোধ হবে না।
সালমা : স্বামী মারা যাবার পর স্ত্রী কিভাবে দেনমোহর দাবী করতে পারে ?
উকিল : স্বামীর মৃত্যুর পর দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ হিসেবে ধরা হবে¾
  • স্বামীর মৃত্যুর পর দাফন, কাফন ও অন্যান্য অনুষ্ঠানাদি শেষ হবার পর স্বামীর অন্যান্য ঋণ পরিশোধ করার সময় স্ত্রী দেনমোহর দাবী করতে পারেন।
  • স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে হবে।
  • যদি স্বামীর উত্তরাধিকারীরা স্বামীর সম্পত্তি থেকে দেনমোহর দিতে অস্বীকার করেন তাহলে স্বামীর উত্তরাধিকারীদের বিরুদ্ধে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করতে পারবেন।
উল্লেখ্য, যদি স্বামীর আগে স্ত্রীর মৃত্যু হয় এবং স্ত্রীর দেনমোহর পরিশোধিত না হয়ে থাকে তাহলে স্ত্রীর উত্তরাধিকারীরা ঐ দেনমোহর পাওয়ার অধিকারী। ফলে স্ত্রীর উত্তরাধিকারীরা দেনমোহর পাওয়ার জন্য আদালতে  মামলা করতে পারবেন।

সালমা : স্ত্রী কি স্বামীর সম্পত্তি দখলে রেখে দেনমোহর আদায় করতে পারেন?
উকিল : হ্যাঁ, স্বামী দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী স্বামীর সম্পত্তি নিজ দখলে রাখতে পারেন। স্বামী জীবিত থাকা অবস্থায় কোন স্ত্রী কোন সম্পত্তি দখলে রাখলে এবং স্বামীর মৃত্যুর পর স্ত্রী ঐ সম্পত্তির দখল ভোগ করতে থাকলে, তার দখলটি  বৈধ ও আইনসম্মত হবে। স্ত্রী দখলকৃত সম্পত্তির খাজনা, লাভ বা আয় থেকে দেনমোহরের টাকা আদায় করতে পারবে। এ সময়ে কেউ তাকে দখল থেকে উচ্ছেদ করতে চাইলে, সে দখল উদ্ধারের মামলা করতে পারবে।
সালমা : আচ্ছা খালা, আমাকে বুদ্ধি দেন দেনমোহর নিয়ে আমি কোন আদালতে মামলা করতে পারি ?
উকিল : দেনমোহর সংক্রান্ত মামলা স্থানীয় সহকারী জজ আদালতে দায়ের করতে হবে। এ আদালত ১৯৮৫ সাল থেকে পারিবারিক আদালত হিসেবে কাজ করছে। স্ত্রী যে এলাকায় বসবাস করেন সে এলাকার পারিবারিক আদালতে দেনমোহর সংক্রান্ত মামলা করতে পারেন।
এরপর সালমা তার স্বামীর বিরুদ্ধে দেনমোহর আদায়ের জন্য মামলা করে এবং আদালত কর্তৃক নির্ধারিত দেনমোহর লাভ করে।
 সচরাচর জিজ্ঞাসা 
প্রশ্নঃ ১. দেনমোহর কি যৌতুক ?
উত্তর. না, মুসলিম আইন অনুযায়ী দেনমোহর বিয়ের একটি অন্যতম শর্ত। দেনমোহর স্বামী কতৃর্ক স্ত্রীকে পরিশোধ যোগ্য একটি আইনগত দায়। সুতরাং দেনমোহর এবং যৌতুক পুরাপুরি দু’টি ভিন্ন বিষয়।
প্রশ্নঃ ২. স্ত্রী কর্তৃক তালাক দিলে স্বামী দেনমোহর পরিশোধ করবেন কি ?
উত্তর. অবশ্যই, দেনমোহর হলো বিয়ের শর্ত,যার সাথে তালাকের কোন সম্পর্ক নাই।
প্রশ্নঃ ৩. শুধু তালাক দিলেই কি দেনমোহর পরিশোধ করতে হয় ?
উত্তর. না, বিয়ের সময় অথবা বিয়ের পর যে কোন সময় দেনমোহর পরিশোধযোগ্য।
প্রশ্নঃ ৪. দেনমোহরের পরিমান অধিক হওয়া কি যৌক্তিক ?
উত্তর. দেনমোহর হলো স্ত্রীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও অধিকার সংরক্ষনণের জন্য। দেনমোহরের পরিমান নির্ধারণ করার ক্ষেত্রে  স্ত্রীর পারিবারিক অবস্থান ও স্বামীর আর্থির্ক সামর্থ্য বিবেচনা করা প্রয়োজন। দেনমোহর এত অধিক হওয়া উচিত না যা স্বামীর পক্ষে পরিশোধ করা সম্ভব নয়; আবার এত কম হওয়া উচিত নয় যা স্ত্রীর আর্থিক নিরাপত্তা দিতে পারে না।
প্রশ্নঃ ৬. স্বামীর মৃত্যু হলে কি স্ত্রী দেনমোহর পাবেন ?
উত্তর. হ্যাঁ, স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে অন্যান্য দেনা পরিশোধের মতো স্ত্রীর দেনমোহরও পরিশোধ করতে হবে।  
প্রশ্নঃ ৫. দেনমোহর সংক্রান্ত মামলা কোথায় দায়ের করা যায় ?
উত্তর. দেনমোহর সংক্রান্ত মামলা স্থানীয় সহকারী জজ আদালত যা পারিবারিক আদালত নামে পরিচিত সেখানে করা যায়।
তথ্যসূত্র
  1. পারিবারিক আইনে বাংলাদেশের  নারী, পৃষ্ঠা নং-২৪, প্রথম প্রকাশ: জুন-১৯৯৭, আইন ও সালিশ কেন্দ্র।
  2. আইন ও সালিশ কেন্দ্রের ‘নারী-পুরুষ সাম্যের ভিত্তিতে সামাজিক ন্যায়-বিচার’ প্রকল্পের প্রকাশনা, আইনের কথা, মার্চ ২০০০, তৃতীয় সংস্করণ।


দেনমোহর : ব্যাখ্যা
ব্যাখ্যা : ১
যদি বিয়ের সময় দেনমোহরের কি পরিমান তাৎক্ষনিক ও বিলম্বিত তা উল্লেখ না থাকে তাহলে ১৯৬১ সালের মুসলিম পরিবারিক আইন অধ্যাদেশ এর ১০ ধারা অনুযায়ী সম্পূর্ণ দেনমোহর তাৎক্ষনিক দেনমোহর হিসেবে গণ্য হবে, যা চাওয়ামাত্র স্ত্রীকে পরিশোধ করে দিতে হবে।
- See more at: http://www.infokosh.gov.bd/atricle/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0-0#sthash.FIbscwpC.dpuf

0 comments:

Post a Comment